Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

সোমবার, ১৫ জুলাই, ২০২৪

পেট ফাঁপা,পরিচয় ও কারণ,লক্ষণ ও উপসর্গ,রোগ নির্ণয়,চিকিৎসা/Flatulence, identification and causes, signs and symptoms, diagnosis, treatment in Bengali


                                                         




                                                               


                                                               

                                               

 

                                         পেট ফাঁপা

 

পরিচয় ও কারণ :- 

পেট ফাঁপা কোন রোগ নয়, কোন রোগের একটি লক্ষণ মাত্র। বিভিন্ন রোগের কারণে বা রোগের ভোগার জন্য এই লক্ষণটি দেখা দিয়ে থাকে। পুরনো আমাশয়, তীব্র আমাশয়, অম্ল উদারাময় বা অতিসার জঠর প্রদাহ, আজিন্ন, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি পেটের রোগ আর ম্যালেরিয়া, টাইফয়েড ,কালাজ্বর প্রভৃতিতে ভোগার জন্য পেট ফাঁপা দেখা দিতে পারে। অনিমিত খাওয়া , বেশি মাত্রায় চা কফির, মদ্যপান প্রভৃতির কারণেও পেট ফাঁপে। কোষ্ঠকাঠিন্যর জন্য ভিটামিন বি এর অভাবের বা স্নায়ু  দুর্বলতায় জন্য পেট  ফাঁপা দেখা দিতে পারে।

 







লক্ষণ ও উপসর্গ

 

১। অজীর্ণ উদারাময় বা বদহজমজনিত কারণে পেট ফুলে উঠে বা ভূট ভাট করে
২। পুরনো আমাশয় এর জন্য ঠিকমত হজম না হলে পেট ফুলে উঠে।
৩। পেট ফুল ওঠার দরুন রোগী অস্বস্তি বোধ করে আর টক  টক ঢেকুর উঠে।
৪।  পেটে বায়ু সঞ্চারের ফলে অনেক সময় বায়ু উপরে দিকে ওঠে যার যার দরুন বুক ধরপড় করা হার্টের অসুবিধা প্রভৃতি লক্ষ্য দেখা দিতে পারে।
৫।  অনেক সময় বারবার মলত্যাগের ইচ্ছা হয় কিন্তু পায়খানা পরিষ্কার হয় না।
 








রোগ নির্ণয়

 

উপরিক্ত লক্ষণ ও উপসর্গ গুলি দেখে রোগ নির্ণয় করা হয়।

 







চিকিৎসা

 

উপরিক্ত রোগগুলির রোগ নির্ণয় করে চিকিৎসা করা হয়।
 
১.বদ হজমের জন্য পেট ফাঁপা হলে  pancreatin যুক্ত ওষুধ দেওয়া হয় যথা- Aglozyme ( Aglowmed syrup)
 
মাত্রা : খাবার পর 5ml বড়দের আর ছোটদের 2.5ml- ছাড়াও acitizyme ,Aristozyme,Aminozyme প্রভৃতি ওষুধ ব্যবহৃত হয়।

      







             

                                

                                       

                                 

 




 

                               




 ২। পাতলা পায়খানার জন্য পেট ফাঁপা থাকলে loperamide যুক্ত ওষুধ যথা- Andial,Diarlop cap, Eldoper plus,Imodium,lopamide, leperawin প্রভৃতি ওষুধ ব্যবহৃত হয়।
 
মাত্রা: বড়দের প্রথমবার 4mg আর তারপর প্রতিবার পায়খানার পর 2mg করে। ছোটদের এর অর্ধেক মাত্রা।










  পুরনো আমাশয় এর জন্য পেটে গ্যাস হলে metronidazole, metronidazole+nalidixic acid, metronidazole+norfloxacin, metronidazole+ciprofloxacin,tinidazole+norfloxacin, tinidazole+ofoxacin, metronidazole/ornidazole+ofoxacin প্রভৃতি ওষুধ ব্যবহৃত হয়।










 
ঢেকুর , পেট ফাঁপা, পেট ফোলা, বুক জ্বালা, পেটে ভার বোধ বমি ইত্যাদিতে Domperidone যুক্ত ওষুধ ছাড়াও Mecoclopramide,Doxylamine succinate,ondansetron, grsnisrtron প্রভৃতি ওষুধ ব্যবহৃত হয়।











 
  কৃমির কারণে পাতলা পায়খানা জন্য পেট ফাঁপা হলে- Mebendazole,Albendazole প্রভৃতি ওষুধ ব্যবহৃত হয়।










 
  পেট ফাঁপা, ঢেকুর ওঠা, বুক জ্বালা ও ফেনাযুক্ত বমির জন্য Simethicon যুক্ত ওষুধ ব্যবহৃত হয়।










 
  উপরিক্ত লক্ষণগুলির সঙ্গে পেটে গ্যাস থাকলে- Ranitidine যুক্ত ওষুধ ব্যবহৃত হয়।








 
  পেটের স্নায়ু দুর্বল থাকার দরুন পেট ফাঁপলে বা অসুবিধা বদ করলে -ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহৃত হয়।











 
  কষ্টকাঠিন্য এর জন্য পেটে গ্যাস বা পেট ফাঁপা হলে-  milk of magnesia,luctulose যুক্ত ওষুধ senna,Bisacofyle প্রভৃতি ওষুধ ব্যবহৃত হয়


 








পথ্য ও আনুষাঙ্গিক উপচার

অজীর্ণ বা উদারাময় থাকলে সব রকমের খাদ্য খেতে দেওয়া যাবে না। অজীর্ণ ভাব কমে গেলে হালকা খাবার দেওয়া যায়। তাছাড়া রোগীকে নিয়মিত খাবার অভ্যাস গড়ে তুলতে হবে।
 

নোট: এই আর্টিকেল টি কেবল মাত্র আপনাদের নলেজের জন্য লিখা হয়েছে ।দয়া করে কেউ নিজে চেষ্টা করবেন না ।কোন অসুবিধা বা রোগ আক্রান্ত হলে দয়া করে কোন ডক্টর এর সঙ্গে পরামর্শ নিন



নোট : লেখার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী

 

 

                                               





                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *