দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন -2024 (CCE)
বিষয়- ভূগোল ও
পরিবেশ, ষষ্ঠ শ্রেণি ,পূর্ণমান 25 , সময় -50 মিনিট
1.সঠিক উত্তরটি
বেছে নিয়ে লেখো: (4টি): 1x4-4
(i) একটি কাকটাস জাতীয় উদ্ভিদ হল /ফণীমনসা)
(দেবদারু / সুন্দরী
(ii) তুলো চাষ ভালো হয় (পলিমাটিতে/কালোমাটিতে /
নোনামাটিতে)।
(iii) ভারত মহাসাগর আয়তনে বিশ্বে (প্রথম / দ্বিতীয় /
তৃতীয়)।
(iv) ক্ষুদ্রতম মহাদেশটির নাম (ইউরোপ / ওশিয়ানিয়া /
আন্টার্কটিকা)।
(v) পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল (এশিয়া / আফ্রিকা/
ইউরোপ)।
(vi) পৃথিবীতে
মহাদেশের সংখ্যা (পাঁচ/ছয়/সাত / আট)।
2. শূন্যস্থান পূরণ
করো: (2টি) 1×2=2
(i) আন্টার্কটিকায় গড়ে ওঠা ভারতের প্রথম গবেষণা
কেন্দ্রটি হল----।
(iii) দিনরাত্রি সংঘটিত
হয় ----গতির জন্য।
3. নীচের
প্রশ্নগুলির এককথায় উত্তর দাও (4টি): 4x1=4
(i) লু বলতে কী বোঝো?
(ii) আন্টার্কটিকায়
জীবন্ত আগ্নেয় গিরিটির নাম লেখো।
(iii) পশ্চিমবঙ্গের
জলবায়ু কীরূপ প্রকৃতির।
(iv) নীলগ্রহ কোন
গ্রহকে বলা হয়?
(v) কোন ভেষজ উদ্ভিদ
অ্যান্টিবায়োটিকের কাজ করে।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (অনধিক ৩০ শব্দের
মধ্যে) (২টি):
2×2=4
(i) মাটি সংরক্ষণের দুটি
উপায় উল্লেখ করো।
(ii) জাতীয় উদ্যান
কাকে বলে?
(iii) পার্থিব বিকিরণ
কাকে বলে?
(iv) ভারতের জলবায়ুর ওপর মৌসুমি বায়ুর প্রভাব
আলোচনা করো।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (অনধিক ৫০ শব্দের
মধ্যে) (২টি): 3×2=6
(i) ভারতের জলবায়ুর
মূল বৈশিষ্ট্য লেখো।
(ii) বিশ্ব উন্নয়ন
বলতে কী বোঝো?
(iii) সমুদ্রের ধারে
আরামদায়ক কেন?
6. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (অনধিক ৮০ শব্দের
মধ্যে) (1টি):
5×1-5
(i) আন্টার্কটিকাকে 'বিজ্ঞানের মহাদেশ' বলা হয় কেন?
(ii) পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি চিত্রসহ আলোচনা
করো।
(iii) পৃথিবীর পাঁচটি
মহাসাগর সম্পর্কে বিবরণ দাও।
নোট : লেখার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন