2nd Summative Evaluation - 2024
Class – VIII , Sub – HISTORY, FM-25 Time 50 min,
১ .সঠিক
উত্তরটি নির্বাচন করো: ১x৫=৫
১.১ ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা গড়ে ওঠে-
ক) বাংলায়
খ) রিষড়ায়
গ) বোম্বাইতে
ঘ) শ্রীরামপুরে।
১.২ ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে -
ক) ১৮১৫ সালে
খ) ১৮২৮ সালে
গ) ১৮৩০ সালে
ঘ) কোনোটিই নয়।
১.৩ চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন -
ক) লর্ড হেস্টিংস
খ) লর্ড কর্নওয়ালসি
গ) লর্ড ডালহৌসি
ঘ) লর্ড রিপন।
১.৪ বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন -
ক) লর্ড ডাফরিন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড কর্নওয়ালিস।
১.৫ ফরাজি আন্দোলনের নেতা ছিলনে -
ক) সৈয়দ আহমদ
খ) তিতুমির
গ) হাজি শরিয়তউল্লা
ঘ) আব্দুল ওয়াহাব।
২। এক কথায় উত্তর দাও: ১x৫=৫
২.১ হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন?
২.২ জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?
২.৩ 'সূর্যাস্ত আইন' কী?
২.৪ 'দাদন' বলতে কী বোঝো?
২.৫ রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের কোথায় চালু হয়?
৩। সংক্ষেপে উত্তর দাও (দুটি / তিনটি বাক্যে): ২x৫=১০
৩.১ নরমপন্থী কারা?
৩.২ সম্পদের বহির্গমন বলতে কী বোঝো?
৩.৩ অবশিল্পায়ন কাকে বলে?
৩.৪ সভাসমিতির যুগ কোন্ সময়কে বলে?
৩.৫ রেলপথ নির্মাণে ডালহৌসির প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
৪ . যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫
৪.১ সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও
অথবা, ১৮৫৭ সালের বিদ্রোহকে কী 'জাতীয় বিদ্রোহ' বলা যায়? যুক্তিসহ আলোচনা করো।
৪.২ লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন
করেছিলেন কেন?
নোট : লেখার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন