Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর | Golden Thread Rabindranath Tagore

 


সোনার তরী

 রবীন্দ্রনাথ ঠাকুর


গগনে গরজে মেঘ, ঘন বরষা। 
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
 ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা 
খরপরশা। 
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা, 
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা 
তরুছায়ামসীমাখা
 গ্রামখানি মেঘে ঢাকা 
প্রভাতবেলা- 
এ পারেতে ছোট খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, 
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
 কোনো দিকে নাহি চায়, 
ঢেউগুলি নিরুপায় 
ভাঙে দু ধারে-
 দেখে যেনে মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্ বিদেশে, 
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
 শুধু তুমি নিয়ে যাও 
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-'পরে।
 আর আছে?-আর নাই, দিয়েছি ভরে। 
এতকাল নদীকূলে 
যাহা লয়ে ছিনু ভুলে 
সকলি দিলাম তুলে 
থরে বিথরে- 
এখন আমারে লহো করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী 
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
 শ্রাবণগগন ঘিরে 
ঘন মেঘ ঘুরে ফিরে, 
শূন্য নদীর তীরে 
রহিনু পড়ি- 
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *