Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

3th Samaretive Examination 2023 question papar for class v in bengali | পঞ্চম শ্রেণির পরিবেশ প্রশ্ন উত্তর 2023




                     Tentulia m.s.k

         3th Samaretive Examination 2023

Class -v, Subject -ENVIRONMENT ,FM-50,Time -2 H

 

১.সঠিক উত্তরটি নির্বাচন করাে।    1*5=5

(i) হৃৎপিণ্ডের শব্দ বােঝা যায় যে যন্ত্রে তা হলো (a)

থার্মোমিটার (b) স্টেথােস্কোপ (c) ব্যারোমিটার (d)

(ii) মাছের বাজারে গেলে নীচের কোন মাছটি আর সহজে

চোখে পড়েনা (a) বুই (b) বাটা (c) কাতলা (d) ন্যাদোস

(iii) নীচের কোনটি অপ্রচলিত শন্তি(a) সৌরশক্তি (b) জৈব

গ্যাস (c) বায়ুগ্রবাহ (d) সবগুলি

(iv) ORS বানাতে নীচের কোনটি লাগে (a) নুন ও জল

(b) নুন ও চিনি (c) চিনি ও জল (d) নুন, চিনি ও জল

(v) উত্তর ২৪ পরগনার নদী হলো (a) বিদ্যাধরী (b) কুলিক

(c) তাের্সা (d) দামাোদর

 

২.ঠিক বাক্যের পাশে 'T' আর ভুল বাক্যের পাশে 'F' চিহ্ন দাও।  1*5=5

(i) ট্যাংরা মাছের আঁশ নেই।

(ii) সমভূমি অঞ্চলে সিঁড়ির মতাে জমি তৈরি করে ধানচাষ করা হয়।

 (iii ) গাঙ্গেয়সমভূমির উ ত্তর অংশটার বিরাট বন

(iv) আসানসোেল-রানিগঞ্জে লােহার খনি দেখা যায়।

(v) কয়লার ধােয়ায় সালফারের অক্সাইড গ্যাস থাকে না।

(vi) আত্রয়ী নদীর পশ্চিমপাশে অবস্থিত শহর হলাে বালুরঘাট।

(vii) পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলশােধন করে।

(viii) মরা নদী থেকে জলাভূমি তৈরি হয়।

 

৩.বাম ও ডানদিকের স্তন্ত মেলাও।     1*5=5

 

বাম দিকের স্তন্ত.                ডান দিকের স্তম্ভ

 

i.টাইগার হিল।                  a.নরম কানডের গাছ।

ii.কাঁধ থেকে কনুই

পর্যন্ত বিস্তৃত হাড়           b. দার্জিলিং জেলা।

iii.টিয়াপাখি।                  c. হিউমেরাস।

iv.কলা ও পেঁপে।            d. বন্যপ্রাণী।

v.শিক্ষক দিবস।             e.   সর্বপল্লী

 

৪.শূন্যস্থান পূরণ করাে।     1*5=5

 

i.পৃথিবীর প্রায় সব সভ্যতাই ধারে গড়েউঠেহিল......।

ii. পশ্চিমবঙ্গের সবচেয়েউু পর্বতশৃঙ্গ......।

 iii.......শিশুর একটি মৌলিক অধিকার।

 iv. শরীরের কোন জায়গার চামড়া খুব পাতলা .......।

 v. মেলানিন থাকার সুবিধা .....।

vi. বীরসা মুন্ডা, সিধু ও কানহু, ........ বিরুদ্ধে লড়াই করেছিলেন।

 

৫. একটি বাক্যে উত্তর দাও।  1*10=10

 

i. গােড়ালির চামড়া পুরু হয় কেন?

ii. চামড়ার রং দেখ মানুষের ভেদাভেদ এক ধরনের অপরাধ কেন ?

iii. গায় রোদ লাগলে ভালাে কেন ?

iv. নখের যত্ন না নিলে কী কী সমস্যা হতে পারে ?

v.রক্তাল্পতার দুটি লক্ষণ উল্লেখ করো।

 vi. মানুষের শরীরে দুটি জায়গার নাম লেখো যেখানে বড়াে ও ছােটো হাড় দেখা যায়।

 vii. জিভের পেশি কী কী কাজ করে?

viii. মাটির অস্বাভাবিক উপাদানের উৎস কী?

 ix. লেন্স কী?

 x. বিভিন্ন মাটির জলধারণের ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন?

 xi. মাটির পুষ্টিতে কোন। কোন খনিজ উপাদান খুব গুরুত্বপূর্ণ ?

 xii. পাথর ফেটে কীভাবে মাটি তৈরী হয় ?

 

৬.দুই-তিনটি বাক্যে উত্তর দাও। 2*10=20

 

i. থুথু থেকে কোন রাোগের জীবাণু ছড়ায় ?

ii. মাটিতে প্লাস্টিক থাকলে গাছের শিকড়ে কী সমস্যা হয় ?

iii. মাটির নীচে পানীয় জল কোন কাজে ব্যবহারের ফলে বেশি নষ্ট হয় ?

 iv.কলকাতার জলাভূমি কোন নদীর অংশ?

v. ইদুর কে তুমি কেন বন্যপ্রাণী বলবে?

vi. পিপড়ে ছাড়া কোন প্রাণী পরিবেশের পরিবর্তন বুঝতে পারে?

 vii. বাঁকুড়া জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্রের কোনদিকে তুমি চিহ্নিত করবে?

viii.কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে?

 ix. নদী তীরের কোন সভ্যতার কথা তুমি জানাে বা পড়েছ?

 x. তােমার কাছাকাছি অঞ্লে কোন উৎসব হয় ?

 xi. অরণ্য সপ্তাহে কী করা হয়?

xii. মানুষের চামড়ার গঠন লেখ।

 xiii. মানবদেহের বিভিন্ন হাড় গউলইর নাম লেখ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *