Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সিপ্রোফ্লক্সাসিন চোখের ড্রপ ব্যবহার/ Ciprofloxacin Eye drops uses in bengali




সিপ্রোফ্লোক্সাসিন (Ciprofloxacin) আই/ইয়ার ড্রপস

 


এটি একটি ফ্লুরোকুইনোলোন জীবাণুধ্বংসী ওষুধ, যা বিশাল


 পরিধিতে কাজ করে।

 




* কীভাবে কাজ করে :


 ১. যেভাবে Perfloxacin কাজ করে, তা পরে বলা হচ্ছে।

 





* বিরূপ প্রতিক্রিয়া :

১. সংযোগিভার রক্তাধিক্য,


২. অতিসংক্রমণ,


 ৩. চুলকানি,


৪. অস্বস্তি।


 


* নিষেধ : অতিসংবেদ্যতায়।



 

* বিশেষ সাবধানতা :



 ১. বিরক্তি ভাব থেকে গেলে বা বেড়ে গেলে চিকিৎসা করতে হবে।


 ২. ওষুধ বেরোবার মুখে হাত বা আঙুল লাগাবেন না। 


৩. অনেকদিন ধরে একনাগাড়ে ব্যবহার করবেন না।


 ৪. ১২ বছরের নীচে যাদের বয়স।




 

 *কোন কোন রোগে প্রযোজ্য :




১. পুঁজ, শ্লৈষ্মিক সংযোগিভা প্রদাহ (Mucopurulent conjunctivitis),


 ২. মারাত্মক বা প্রবল সংযোগিভা প্রদাহ,


৩. জীবাণুঘটিত অচ্ছোদপটল প্রদাহ,


৪. অচ্ছোদপটলে জীবাণুঘটিত পচন,


৫. অচ্ছোদপটল-সংযোগিভা প্রদাহ (Kerato conjunctivitis),


 ৬. মিরোয়ান গ্রন্থির প্রদাহে চোখের পাতার ছোট ফোঁড়ায়,


৭. অক্ষিপুট নেত্রবর্গকিলার প্রদাহ (Blepharo-conjunctivitis),


 ৮. শল্যচিকিৎসার পরে জীবাণু সংক্রমণ রোধে


৯. শল্যচিকিৎসার আগে জীবাণু সংক্রমণ প্রতিরোধে।




 

* মাত্রা :


বয়স্ক-ড্রপস: আক্রান্ত চোখে দিনে দু'-তিনবার ২-৩ ফোঁটা


 করে দিতে হবে। মলম: আধ ইঞ্চি ফিতে প্রথমে তিন-চার ঘণ্টা


 অন্তর। সংক্রমণ আয়ত্তে এলে ফিতে কম বার লাগাতে হবে।


 রোগে আধ ইঞ্চি ফিতে দু'চোখেই লাগাতে হবে দিনে দুই থেকে


 চার বার। এক থেকে দু'মাস চিকিৎসা চলবে।




শিশু-১২ বছরের নীচের বয়সীদের এই ওষুধ প্রয়োগ নিষেধ।





 

* সিপ্রোফ্লোক্সাসিনের বন্ধনীতে কোম্পানির নাম সহ বাণিজ্যিক নামের ওষুধ-



1. Adiflox (Intus)


2,  Alcipro Eye Drops (Aikem)


3.  Cebran Eye Drops (Blue Cross)


4.  Ceprolen Eye Drops (Warren)


5. Cipomed Eye Drops


6. Cifran E/E Drops,


7. Cigram Eye Drops  (Parenteral Drugs)







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *