Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

চোখে আঘাত লাগা বা ক্ষতিকর কিছু পড়লে / Eye Injury or Foreign body in Eye





চোখে আঘাত লাগা বা ক্ষতিকর কিছু পড়া


   (Eye Injury or Foreign body in Eye)

 



কোনো কারণে চোখে আঘাত লাগলে বা কিছু পড়লে চোখের


 ক্ষতি হতে পায় আঘাত বা খোঁচা লাগার ফলে চোখে প্রদাহ


 হতে পারে, এমনকী চোখ নষ্টও হয়ে যো পারে। তাই


 এমতাবস্থায় সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

 

চিকিৎসা

 



অনেক সময় চোখে বালির কণা, পাথরের সূক্ষ্ম কুচি, ধাতুর


 সুক্ষ্ম কণা এমনকী স গরম তেল, অ্যাসিড, উগ্র ক্ষার


 প্রভৃতিও পড়তে দেখা যায় যার দরুন চোখের প্রভূত কঠি


 হতে পারে। তাই চোখে যাই পড়ুক না কেন সঙ্গে সঙ্গে প্রচুর


 জল দিয়ে চোখ ভালক্যা ধুয়ে ফেলে কিছুক্ষণ জলের ঝাপটা


 দেওয়া উচিত। এতে রোগীর কষ্ট অনেকটা কমরে ধুয়ে


 ফেলার পরে চোখে জীবাণু বিরোধী (Antibiotic) মলম দেওয়া


 হয়। দরকার হলে চোখকে বিশ্রাম দিতে অ্যাট্রোপিন


(Atropin) মলমও দেওয়া হয়। অবস্থা গুরুতর হতে চক্ষু


 বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে বা রোগীকে হাসপাতালে


 নিয়ে যেতে হবে। চিকিৎসা চোখে Tetracycline বা


Oxytetracycline যুক্ত মলম দিনে দু-তিন বার দিতে হয়।

 

Antibiotic বিশেষ করে Ampicillin যুক্ত ক্যাপসুল 250mg


(Ampilin. Albercilin. Aristocillin, Brocillin, Maxamp,


 Roscillin, Synthocilin প্রভৃতি) দিনে একটি করে (250mg) ছয়


 ঘণ্টা অন্তর মুখে খেতে দেওয়া হয়।


 

Ampicillin-এর বদলে Amoxycillin 250mg (Allmox, Amotid,


 Amoxil, Aristomox, comoxyl, Damoxy, Novamox-LB.


 Olymox প্রভৃতি) একই মাত্রায় ব্যবহার করা যায়।

 

শিশুদের ক্ষেত্রে Ampicillin বা Amoxycillin-এর সিরাপ এক


 চামচ করে ছ ঘণ্টা অন্তর দেওয়া হয়। সিরাপের বাণিজ্যিক


 নাম- Albercilin, Ampilin, Aristocollin, Roscillin, Amoxipen,


 Bitamox, Flemipen, Idimox, Maxmox প্রভৃতি।

 

চোখের ব্যথার জন্য Paracetamol বা অন্য কোনো ব্যথা


 নিবারক ওষুধ দেওয়া হয়।

 

চোখে কিছু পড়লে সঙ্গে সঙ্গে চোখ ভাল করে ধুয়ে তা বের


 করে দেওয়ার পর Chloramphenicol Drop (যেমন Chlormet,


 Enteromycetin, Oculor, Paraxin ইত্যাদি) দিনে ২/৩ বার ৩/৪


 ফোটা করে চোখে দিতে হয়।

 

চোখে পড়া জিনিস বের করা না গেলেও চোখে Eye Ointment


Eye drop দিয়ে যেতে হবে। অনেক সময় চোখে পড়া


 জিনিস নিজের অজান্তেই চোখের ময়লার সঙ্গে আপনা


 আপনি বের হয়ে যায়।

 

 

নোট: এই আর্টিকেল টি কেবল মাত্র আপনাদের নলেজের

 জন্য লিখা হয়েছে ।দয়া করে কেউ নিজে চেষ্টা করবেন না ।

কোন অসুবিধা বা রোগ আক্রান্ত হলে দয়া করে কোন ডক্টর

 এর সঙ্গে পরামর্শ নিন।

 

 

নোট : লেখার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *