Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

সোমবার, ৫ আগস্ট, ২০২৪

drotaverine hcl tablet uses in bengali / ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড 40 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার





                                                  

                          ড্রোটোভেরিন (Drotoverine HCI)


 এই গণের ওষুধের বাজারে চলতি নাম, কোম্পানির নাম সহ পরের দেওয়া হল- 
 Doverin: ১০টি ট্যাবলেট, ৪০ ও ৮০ মিগ্রা। (Intas)
 Drotin: ৮টি ট্যাবলেট, ৪০ ও ৮০ মিগ্রা। (Walter Bushnell)
 Drotin-M: ৮টি ট্যাবলেট, ৪০ ও ৮০ মিগ্রা। এতে আছে-Drotaverine HCl-80mg., Mefenamic acid-250mg. (Walter Bushnell) •


 কীভাবে কাজ করে: এটি একটি কার্যকরী আক্ষেপান্তক ওষুধ। এটি কাজ করে মসৃণ মাংসপেশির নির্দিষ্ট উৎসেচক Phosphodiesterase-IV কাজ বন্ধ করে দিয়ে। ওষুধটি বিশেষ করে আক্ষেপক অংশে কাজ করে বৃত্তাকার AMP-কে এবং ক্যালসিয়াম অসমতা সংশোধন করে দিয়ে। ফলে মসৃণ মাংসপেশির আক্ষেপ বন্ধ হয়ে যায়।




 ভেষজ-ক্রিয়া: মুখে খাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে শোষিত হয় এই ওষুধ। যে পথেই ওষুধ প্রয়োগ করা হোক না কেন, এর ভেষজ-ক্রিয়া বন্ধ হয় না। মূত্রতন্ত্র ছাড়া অন্য সব পথ দিয়ে এই ওষুধ কাজ হয়ে যাবার পর দেহের বাইরে চলে যায়। 




  ক্রিয়ার শুরু ও স্থায়িত্ব ওষুধটির কাজ শুরু হয় ৩০ মিনিটের মধ্যে এবং কার্যকরী থাকে ৪ ঘণ্টা। 



 নিষেধ: অতিসংবেদ্যতা। 



 কোন কোন রোগে ব্যবহৃত হয়: ১. মসৃণ মাংসপেশির ব্যর্থতা ঢাকতে এবং মাংসপেশির কাজ নিয়ন্ত্রণে রাখতে। ২. পিত্তনালীও বৃক্কশূল দমন করতে, ৩. আক্ষেপযুক্ত পিত্তথলির রোগ, সঙ্গে থাকে আক্ষেপ, ৪. পিত্তথলি প্রদাহ, ৫. বৃক্কজনিত রোগ বা নেফ্রোলাইথিয়াসিস, ৬. যন্ত্র দ্বারা পরীক্ষা-নিরীক্ষার সময় মসৃণ মাংসপেশির আক্ষেপ, ৭. কষ্টরজঃ, ৮. MTP ও D&C উত্তর ঝামেলা, ৯. ফেজ-১ সময়ে প্রসব তাড়াতাড়ি করার জন্য জরায়ুর মুখ বড় করতে ইত্যাদি। 



মাত্রা: বয়স্ক-৪০ থেকে ৮০ মিগ্রা দিনে তিনবার। শিশু-বয়স ও দেহের ওজন অনুসারে: ১-৬ বছরের ২০ মিগ্রা দিনে তিন-চারবার এবং ৬-১২ বছরের শিশুদের ৪০ মিগ্রা দিনে তিনবার।

                                                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *