দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন -2024 (CCE)
বিষয়- ভূগোল ও পরিবেশ সপ্তম শ্রেণি , পূর্ণমান 25 , সময়-50 মিনিট
1.
সঠিক
উত্তরটি নির্বাচন করো: 1 x 5 = 5
(i) ক্ষয় প্রতিরোধকারী শিলা হল-আগ্নেয় শিলা/রূপান্তরিত
শিলা/পাললিক শিলা/ কয়লা।
(ii) পৃথিবীর বৃহত্তম মালভূমি হল-পামির মালভূমি/তিব্বত
মালভূমি/লাদাখ মালভূমি/মালব মালভূমি।
(iii) পৃথিবীর স্থলভাগের বেশির ভাগই সমভূমি/মালভূমি/
পর্বত।
(iv) আফ্রিকার পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ দিকে সাহারা
মরুভূমি অবস্থিত।
(v) ভারতের একটি
অর্ন্তবাহিনী নদী হল-গণ্ডক/লুনী/গোমতী।
2.
নীচের
প্রশ্নগুলির এককথায় উত্তর দাও: 1 x 5 = 5
(i) দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময় নির্ণয় করাকে কি
বলা হয়?
(ii) আফ্রিকা মহাদেশের
সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
(iii) কোথায় পৃথিবীর
প্রথম মানুষের উদ্ভব হয়েছিল??
(iv) পৃথিবীর সুগভীর
গিরিখাত কোনটি?
(v) জাম্বেসি নদীর
দৈর্ঘ্য কত?
3. অনধিক ৩০টি শব্দের মধ্যে নীচের দুটি প্রশ্নের উত্তর দাও :
2x3=6
(i) জলপ্রপাত কাকে
বলে?
(ii) কোন কোন নদীর
মিলিত নীলনদ?
(ii) স্তূপ পর্বত
কীভাবে সৃষ্টি হয়?
4. অনধিক ৫০টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
3×2=6
(i) শিলা থেকে কীভাবে
মাটি সৃষ্টি হয়?
(ii) মিশরকে নীলনদের
দান বলা হয় কেন?
(iii) নিত্যবহ ও
অনিত্যবহ নদী কাকে বলে?
5.
অনধিক
৮০টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: 5 × 1 = 5
(i) মানবজীবনে
পর্বতের প্রভাব আলোচনা করো।
(ii) সাহারা মরুভূমির
যে কোনো দুটি ভূমিরূপের বর্ণনা করো।
(iii) আদর্শ নদী কাকে বলে? নদীর উচ্চগতিতে সৃষ্ট দুটি
ভূমিরূপ চিত্রসহ লেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন