Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বদহজম/অজীর্ণ/ Indigestion in bengali ?







বদহজম/অজীর্ণ (Indigestion)

 

এই রোগে খাবার ভালভাবে হজম হয় না আর রোগীর খিদেও কমে

 যায়।

 

 কারণ

 

এই রোগের মুখ্য মুখ্য কারণগুলি হল-

 

সময় মতো খাবার না খাওয়া এবং অতিরিক্ত খাবার খাওয়া;

 

রোগীর তেলে ভাঁজা এবং গরিষ্ঠ মশলাযুক্ত খাদ্য খাওয়া;

 

আঁশযুক্ত খাবার বাদ দিয়ে বাজারের 'ফাস্ট ফুড' খাওয়া;

 

তাড়াতাড়ি অধিক জলের সঙ্গে ভাল করে না চিবিয়ে খাদ্যগ্রহণ করা;

 

সবসময় দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগে ভোগা

 

ব্যায়াম না করা, সবসময় বসে-বসে কাজ করা;

 

অন্যান্য শারীরিক কারণ যেমন কষ্ঠিগ্রাস (dysphagia), পেটে বা

 গ্রহণীতে

 

duodenum) আলসার, যকৃৎ ও পিত্তাশয়ের গোলযোগ প্রভৃত্তি (

 

তাছাড়া ওষুধ সেবনের জন্যও এই রোগটি দেখা দিতে পারে।

 

লক্ষণ ও উপসর্গ

 

পেটে ভারবোধ হওয়া;

 

টক ঢেকুর ওঠা;

 

অধিজঠরে (Epigastrium) জ্বালাভাব থাকা;

 

পেট ফুলে যাওয়া;

 

 পেটে গ্যাস উৎপন্ন হওয়া এবং সেই গতিশীলতা অনুভব করা।

 

মুখে টক জল ওঠা;

 

গা বমি বা বমি বমি ভাব ও বমি;

 

আলস্য বা দেহে নিস্তেজ ভাব;

 

শরীর ভারী-ভারী লাগা ও মাথা ব্যথা থাকা;

 

 

খিদে না পাওয়া।

 

কোষ্ঠকাঠিন্য থাকা এবং বার বার মলত্যাগের বেগ অনুভব করা;

 

কখনো কখনো পেটে তীব্র ব্যথা হওয়া।

 

রোগ নির্ণয়

 

মলমূত্র পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়। তাছাড়া নিম্নলিখিত

 লক্ষণগুলিও দেখা

 

হয়-

 

খাওয়ার পরে রোগীর পেট ফোলা, টক ঢেকুর ওঠা, বমি বমি ভাব,

পেটে ব্যথা, বার-

 

বার বায়ু/গ্যাস নির্গমন আর বেশি বদহজম হলে পেট ব্যথার সঙ্গে

 পাতলা পায়খানা হতে।

 

থাকে।

 

অজীর্ণ রোগে পেট ব্যথা হালকা ধরনের হয় এবং পেটে ভার বোধ

 হয়। আলসার বা পেটের অন্য কোনো রোগে ব্যথা তীব্র এবং বিশেষ-

বিশেষ জায়গায় হয়।

 

অবিরাম পেট ব্যথা পেটে ক্যানসারের (Carcinoma) দরুনও হতে

 পারে।কখনো কখনো অতিরিক্ত মদ্যপানের পরে বা কোনো ওষুধ

 খাওয়ার কারণেও হতে পারে। ঋতু পরিবর্তনের দরুনও বদহজম

 হতে পারে।

 

অনেক সময় কোনো বিশেষ খাবার (যেমন তীব্র মশলাযুক্ত, টক বা

 ভাঁজাভুজি) খাওয়ার পর অজীর্ণ হতে দেখা যায়। বেশি সুধ বা ডাল

 জাতীয় খাদ্য খাওয়ার পরেও বদহজম হতে দেখা যায়। অনেকেরই

 বিশেষ বিশেষ খাদ্যদ্রব্য (যেমন চিনি বা মিষ্টি জিনিস, ডাল, দুধ,

পনীর প্রভৃতি) খাওয়ার পর পেটে বেশি মাত্রায় গ্যাস উৎপন্ন হয়ে

 পেট ফুলে যায়। এইসব ব্যক্তিদের কিছু এনজাইম কম ক্ষরিত

 হওয়ার কারণে এই রকম সমস্যা দেখা দিয়ে থাকে। অস্ত্রে

 কার্বোহাইড্রেট ও প্রোটিনের সন্ধান/উৎসন্ধান (Fermentation) বেশি

 হওয়ার দরুনও বেশি গ্যাস উৎপন্ন হয় যার ফলে পেট ফুলে যায়

 (পেট ফাঁপা)। অন্যান্য রোগ, যেমন রক্তাধিক্য ঘটিত হৃদপিণ্ডের

 বিকলতা (Congestive heart failure), ইউরিয়া রক্ততা (Uremia), যক্ষ্মা,

ক্যানসার প্রভৃতিতেও অজীর্ণ দেখা দিয়ে থাকে।

 

উৎসেচক বা পাচক রসের (Enzymes) অভাবেও বদহজম হতে

 পারে।

 

চিকিৎসা

 

আজকাল বাজারে এমন কিছু মিশ্রিত ওষুধ পাওয়া যাচ্ছে যাতে

 হজমে সহায়ক এনজাইম (যেমন Pancreatin, diastase প্রভৃতি)

 থাকে। এই এনজাইমগুলি হজমে সাহায্য করার সাথে খিদেও

 বাড়ায়। নিম্নলিখিত ওষুধগুলির মধ্যে যে কোনো একটি ব্যবহার করা

 যায়-

 

Bestoxyme, Bilamide, Digeplex-T. Digestomen, Dispeptal, Enzystal. Farizym Forte, Festal, Livotone, Lupizyme, Panzynorm, Pepfiz, Unienzyme.. Vizylac

 

এছাড়া কিছু সিরাপও ব্যবহৃত হয়, যেমন

Aminozyme, Aristozyme, Bestozyme, Digeplex-DS, Dizytone,

 Lipizyme. Neopeptine, Vitazyme, Xymex প্রভৃতি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *