Mahira Pry Health Care is Education related websites. All About Education related blog my websites.

Translate

Breaking

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

Nimesulide tablet uses in bangla/ নিমেসুলাইড ট্যাবলেট এর ব্যবহার , মাত্রা, নিমেসুলাইডের বাণিজ্যিক নাম ।

 



 

নিমেসুলাইড (Nimesulide)

 

ওষুধটি নতুন অস্টেরয়েড প্রদাহ-বিরোধী। ওষুধ সেবনে বেদনা ও জ্বরনাশক গুণ পাওয়া যায়। অন্যান্য NSAID's ওষুধগুলির থেকে এর বড় এক সুবিধা এই যে, ওষুধটিতে সামানা বিরক্তির উৎপাদন হয়।

 

কীভাবে কাজ করে: প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষে এই ওষুধ সামান্য বাধার সৃষ্টি করায়। প্রদাহের নানা স্তরে জটিল ধারায় কাজ করে এটি।

 

ভেষজ-ক্রিয়া: মুখে খাওয়ার পরই এটা দ্রুত ও পরিপূর্ণভাবে শোষিত হয়। রক্তরসের আমিযে মিশে যায় খুব ভালোভাবে। যকৃতে বিপাক হয়। বিপাকীয় পদার্থ ভেষজগতভাবে সক্রিয়।

 

ক্রিয়ার শুরু ও স্থায়িত্ব: ওষুধের কাজ শুরু হয় ৩০-৬০ মিনিটের মধ্যে এবং কার্যকাল ৮-১০ ঘণ্টা।

 

বিরূপ প্রতিক্রিয়া: ১. বমিভাব বা বমি, ২. পাতলা পায়খানা, ৩. বুকজ্বালা, ৪. অধিজঠরগত ক্লেশ, ৫. চুলকানি, ৬. চামড়ার পিত্তানি, ৭. মাথাব্যথা, ৮. মাথা ঝিমঝিম করা, ৯. নিদ্রালুতা।

 

নিষেধ: ১. পাচনক্ষত, ২. মাঝারি থেকে মারাত্মক যকৃতের অপক্রিয়া।

 

বিশেষ সাবধানতা: ১. হৃদবৈকল্য, ২. বৃক্কের অপক্রিয়া।

 

আন্তঃক্রিয়া: আন্তঃক্রিয়া ঘটে প্রদত্ত ওষুধগুলিতে Fenofibrate, Salicyclic Acid, Valproic Acid, Tolbutamide, Methotrexate, Warfarin, Theophylline.

 

 

ব্যবহার: ১. অস্থি-সন্ধি প্রদাহ, ২. বাতজনিত সন্ধি প্রদাহ, ৩. পিঠব্যথা, ৪. কষ্টরজঃ, ৫. দাঁতব্যথা, ৬. শল্য চিকিৎসার পর ব্যথা, ৭. কান-নাক গলার প্রদাহ, ৮. খেলায় আঘাতজনিত ব্যথা।

 

মাত্রা: বয়স্ক-১০০ মিগ্রা দিনে দু'বার। শিশু-৫ মিগ্রা/কেজিতে। মোট ওষুধকে দু'- তিন ভাগে ভাগ করে খেতে হবে।

 

নিমেসুলাইডের বাণিজ্যিক নাম: Anafebrin (Themsis): ১০০ মিগ্রা ট্যাবলেট ও ৬০ মিলি অদ্রব Antipen (Mimec Pharma): ১০০ মিগ্রা ট্যাবলেট ও ৬০ মিলি অদ্রব ৫০ মিগ্রা/৫ মিলি Cio-Nim: ১০০ মিগ্রা/ট্যাবলেট Blisulde (Bliss): ২০০ মিগ্রা/ট্যাবলেট Capsulide: ১০০ মিগ্রা/ ট্যাবলেট Diplonim (Pharmatech): ১০০ ও ২০০ মিগ্রা ট্যাবলেট এবং ৬০ মিলি অদ্রব ৫০ মিগ্রা/৫ মিলি Manim (Maan Pharma): ১০০ মিগ্রা/ট্যাবলেট Maxiflam: ১০০ মিগ্রা/ট্যাবলেট এবং ৬০ মিলি অদ্রব ৫০ মিগ্রা/৫ মিলিN-Side Beta: Nimesulide in beta cyclodextrin, ১০০ মিগ্রা/ট্যাবলেট Milenim: ১০০ মিগ্রা/ট্যাবলেট এবং ৬০ মিলি অদ্রব ৫০ মিগ্রা/৫ মিলি • নিমেসুলাইডের মিশ্রিত ওষুধের বাণিজ্যিক নাম: Acilid Plus (Allure Rem): এতে আছে-Nimesulide-100mg., Paracetarnol-500mg Artifen Dolamide Doloflam (Vilco) Nimetic Plus (Talent Labs) Nimeson-P. Nimeb-P- এগুলির রচনা বা কম্পোজিশন Acilid-এর মতো। Emanzen-N: এতে আছে- Nimesulide-100mg., Serratiopeptidase-10rng. Emsulide-Fen (Emcure): এতে আছে-Nimesulide-100mg., Diclofenac sodium-50mg.

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *