ক্লোক্সাসিলিন
(Cloxacillin)
পেনিসিলিনেস প্রতিরোধক পেনিসিলিন।
• কীভাবে কাজ করে :-
পেনিসিলিনের
মতো।
• ভেষজ-ক্রিয়া :- পাকস্থলীর
রস ওষুধটির শোষণে খুব
একটা প্রভাব ফেলে না, কিন্তু
খাদ শোষণে ব্যাঘাত সৃষ্টি
করে।
• ক্রিয়ার শুরু ও স্থায়িত্ব :- শুরু
৩০-৬০ মিনিটের
মধ্যে এবং কার্যকাল ৬ ঘণ্টার মতো।
• বিরূপ প্রতিক্রিয়া:- অতিসংবেদ্যতা, যার
লক্ষণ হতে
পারে-ত্বকে র্যাশ, ওষুধীয়
জ্বর, চুলকানি।
• নিষেধ:- পেনিসিলিনের
ওপর অতিসংবেদ্যতা।
• বিশেষ সাবধানতা:- বৃক্ক
ও যকৃতের অপক্রিয়া।
• আন্তঃক্রিয়া:- ১.
মুখে খাওয়ার জন্মনিরোধক ওষুধ,
২. Atenolol,
৩. Allupurinol,
8. Probenecid,
৫. Erythromycin ও Tetracyclines,
৬. Clavulinic acid,
•
ব্যবহার:- গ্রাম
ধনাত্মক জীবাণুঘটিত সংক্রমণে, যার
মধ্যে আছে পেনিসিলিনেস, সৃষ্টি করতে
পারে এমন
স্টাফাইলো অরেয়াসও আছে।
• মাত্রা:- বয়স্ক-মুখে: ২৫০-৫০০
মিগ্রা ছ'ঘণ্টা অন্তর।
খেতে
হবে খাওয়ার ছ'ঘণ্টা আগে। শিরায় ইনজেকশন
অথবা ভরণ মাত্রা: ৫০০ মিগ্রা চার-ছ'ঘণ্টা
অন্তর।
পেশিতে ইনজেকশন: ২৫০ মিগ্রা চার-ছ'ঘণ্টা
অন্তর।
শিশু-৫০-১০০ মিগ্রা/দেহের প্রতি কেজি
ওজনে/দিনে।
মাত্রাকে সমান চার ভাগে ভাগ করে।
• ক্লোক্সাসিলিনের বন্ধনীর মধ্যে কোম্পানির
নাম সহ
বাণিজ্যিক
নাম- Bioclox (Biochem): ২৫০
ও ৫০০ মিগ্রা
ক্যাপসুল এবং ২৫০ ও ৫০০ মিগ্রা ভায়েল
Clocin (PCI): বায়োক্লক্সের
মতো
Clopen (Lark): ২৫০
ও ৫০০ মিগ্রা ক্যাপসুল এবং ৪০
মিলি সিরাপ, ১২৫
মিগ্রা/মিলি।
নোট: এই আর্টিকেল টি কেবল মাত্র আপনাদের নলেজের জন্য লিখা
হয়েছে ।দয়া করে কেউ নিজে চেষ্টা করবেন না ।কোন অসুবিধা বা রোগ আক্রান্ত হলে দয়া
করে কোন ডক্টর এর সঙ্গে পরামর্শ নিন।
নোট : লেখার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন