নাকে ফোড়া (Nasal Furuncle)
নাকের
রোমকূপে Staphylococcal
জীবাণু
সংক্রমণের দরুন ফোড়া হয়ে, থাকে। নোংরা হাত দিয়ে নাক খোঁচালে এই ধরনের
সংক্রমণ হতে দেখা যায়।
লক্ষণ ও উপসর্গ
i.নাকে ব্যথা-বেদনা।
ii.নাকে অবরোধ সৃষ্টি।
iii. পরীক্ষা
করলে নাকের ভেতর লালচে ভাব, স্ফীতি ও প্রদাহ দেখা যায়। মুখমণ্ডলও ফুলে
যেতে পারে।
রোগ নির্ণয়
i. উপরোক্ত
লক্ষণ ও উপসর্গ দেখে সহজেই রোগ নির্ণয় করা যায়।
চিকিৎসা
শুকনো কাপড়
গরম করে সেক দিতে বলা হয়।
Antiseptic Cream যেমন
Neosporin
(GSK), Fusigen (Geno) প্রভৃতি নাকে লাগাতে দেওয়া হয়।
Antibiotic বড়ি
(যেমন Erythromycin
250mg) ৩-৫ দিন পর্যন্ত ৬ ঘণ্টা অন্তর মুখে এতে
দেওয়া হয়।
ব্যথা দূর
করতে ব্যথানাশক ওষুধ (যেমন Paracetamol, Ibuprofen, Aspirin প্রভৃতি)
দেওয়া হয়।
সাধারণত
নিজে থেকেই ফোড়া ফেটে পুঁজ বের হয়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে ফোড়ায় চির দিয়ে পুঁজ
বের করে দিতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন