· অ্যাসিডের ধর্ম ও ক্ষারের ধর্ম এর মধ্যে পার্থক্য লেখ ।
অ্যাসিডের ধর্ম
|
ক্ষারের
ধর্ম |
(1) সাধারণভাবে অ্যাসিডের স্বাদ টক। |
(1) সাধারণভাবে
ক্ষার স্বাদে কষা। |
(2) অ্যাসিড জলে ভেজানো নীল লিটমাসকে লাল করে। |
(2) ক্ষার জলে ভেজানো লাল লিটমাসকে নীল করে। |
(3) ক্ষার জলীয় দ্রবণে OH- উৎপন্ন
করে। |
(3) অ্যাসিড
জলীয় দ্রবণে H+ উৎপন্ন
করে। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন